আকবর আলী করোনায় ক্ষতিগ্রস্তদের জন্য স্মারক নিলামে তুলেছেন

চলমান করোনা দুর্যোগে মানুষের পাশে দাঁড়াতে সাকিব আল হাসান তাঁর প্রিয় ব্যাট (২০১৯ বিশ্বকাপে ব্যবহৃত) নিলামে তুলেছেন।  সাকিবের পথ ধরে আরও অনেক ক্রিকেটার এগিয়ে আসছেন প্রিয় ক্রিকেট সরঞ্জামাদি নিলামে তুলতে। 'সিনিয়র'দের অনুসরণ করছেন ২০২০ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী অধিনায়ক আকবর আলী।
নিলামে তোলার ঘোষণা দিয়ে আকবার আজ ফেসবুকে লিখেছেন, 'নিঃসন্দেহে অ-১৯ বিশ্বকাপ জয় এখন পর্যন্ত  আমার জীবনের সেরা অর্জন।  করোনার এই সংকটকালীন সময়ে সেই অর্জনের দুটি স্মারক (১.ফাইনালের ম্যাচ জার্সি, ২.ফাইনালে ব্যবহৃত ব্যাটিং গ্লাভস) নিলামে তুলতে যাচ্ছি।  নিলাম থেকে প্রাপ্ত পুরো অর্থটাই করোনায় ক্ষতিগ্রস্তদের জন্য ব্যয় করা হবে।' বিশ্বকাপজয়ী বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল এরই মধ্যে ক্রিকেটারদের কল্যাণ সমিতির (কোয়াব) তহবিলে আর্থিক অনুদান দিয়েছে।  দলের অধিনায়ক হিসেবে আকবর নিলামে জার্সি ও ব্যাটিং গ্লাভস তোলার সিদ্ধান্ত নিয়ে এ সংকটে যুবাদের সামনে থেকেই যেন নেতৃত্ব দিতে চাইলেন। 
অধিনায়ক আকবর আলী

No comments

আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাতে কমেন্টস করুণ-

আইন-শৃঙ্খলার অবনতির কারণে বেড়ে গেছে ডাকাতি, ছিনতাই ও অপহরণের মতো গুরুতর অপরাধ

নিজস্ব প্রতিবেদক- গত ৫ আগস্ট স্বৈরাচারী সরকারের সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর দেশের বিভিন্ন অঞ্চলে দেখা দিয়েছে চুরি ডাকাতি ...

Powered by Blogger.