আইন-শৃঙ্খলার অবনতির কারণে বেড়ে গেছে ডাকাতি, ছিনতাই ও অপহরণের মতো গুরুতর অপরাধ

নিজস্ব প্রতিবেদক- গত ৫ আগস্ট স্বৈরাচারী সরকারের সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর দেশের বিভিন্ন অঞ্চলে দেখা দিয়েছে চুরি ডাকাতি ছিনতাই এমনকি অপহরণের মতো অপরাধমূলক কাজ।

ফাইল ফুটেজ


বরিশালের মির্জাগঞ্জ থেকে গতকাল ২৮ আগস্ট রাতে ঢাকার উদ্দেশ্যে দুজন মধ্যবয়সী ব্যক্তি রওনা দেন। আজকে ভোরে তারা ঢাকার মগবাজার বাস স্ট্যান্ডে নামেন। বাস থেকে নামার পর মগবাজার মোড়ের দিকে হাঁটতে ধরলে পিছন থেকে একটি মাইক্রোবাস তাদের সামনে এসে দাঁড়ায়। মাইক্রোবাস থেকে চার পাঁচ জন লোক মাস্ক পড়া অবস্থায় বের হয়ে ঐ দুজন ব্যক্তির কাছ থেকে যা কিছু আছে সব নিয়ে নেয়। এসময় তাদের কাছে থাকা ৮০ হাজার টাকা এবং মোবাইল ফোন নিয়ে নেন ছিনতাইকারীরা। এরপর আর কিছু না পেয়ে দুই ব্যক্তির মধ্য থেকে একজন ব্যক্তিকে মাইক্রোবাসে উঠায় নিয়ে চলে যান। কোথায় নিয়ে গেছে তার কোনো খোঁজ পাওয়া যায়নি।


ভুক্তভোগীদের মধ্য থেকে যিনি বেঁচে ফেরেন তিনি নগর নিউজ কে জানান, তারা জমাজমি সংক্রান্ত একটি মামলার কারণে ঢাকা হাইকোর্টের একজন আইনজীবীর সাথে দেখা করার জন্য গতকাল রাত ১১টার বাস এ মির্জাগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। গাড়িতে ওঠার আগে বা গাড়িতে থাকা অবস্থায় তাদের কাউকে বা কোন কিছু দেখে সন্দেহ হয়নি। 


এদিকে মগবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, সকাল ১১ টার দিকে মগবাজার থানায় একটি ছিনতাই ও একজনকে অপহরণের একটি মামলা করা হয়েছে। আমরা ইতিমধ্যে কাজ শুরু করে দিয়েছি, খুব দ্রুতই আমরা আসামিকে খুঁজে বের করতে পারব। 


ভুক্তভোগীদের পরিবারের খোঁজ নিয়ে জানা যায়, তারা খুবই দুশ্চিন্তার মধ্যে রয়েছেন। দ্রুত তাদের স্বজনকে খুঁজে পেতে আইন-শৃঙ্খলা বাহিনীকে অনুরোধ জানিয়েছেন এবং আসামিদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

No comments

আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাতে কমেন্টস করুণ-

আইন-শৃঙ্খলার অবনতির কারণে বেড়ে গেছে ডাকাতি, ছিনতাই ও অপহরণের মতো গুরুতর অপরাধ

নিজস্ব প্রতিবেদক- গত ৫ আগস্ট স্বৈরাচারী সরকারের সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর দেশের বিভিন্ন অঞ্চলে দেখা দিয়েছে চুরি ডাকাতি ...

Powered by Blogger.