লকডাউনে মা–বাবাকে দেখতে বাবার বাড়িতে গিয়ে হাজির আলিয়া

বাবা মহেশ ভাট ও মা সোনি রাজদানকে নিয়ে উদ্বেকে দিন কাটছিল বলিউড তারকা আলিয়া ভাটের। কারণ একটাই, করোনা। কোনোভাবে এই ভাইরাস যেন তাঁর মা–বাবাকে আক্রমণ না করে, সেই চিন্তা তাঁকে কুরে কুরে খায়। তাই মা–বাবাকে দেখতে লকডাউনের অমান্য করে পায়ে হেঁটে তাঁদের কাছে চলে গেলেন আলিয়া।
লকডাউনের কারণে সবাই এখন গৃহবন্দী। বিটাউন তারকারাও এর ব্যতিক্রম নন। মা–বাবার কাছ থেকে দূরে নিজের বাসায় ছিলেন আলিয়া। অবশ্য নিন্দুকদের মতে, এই বিটাউন নায়িকা নাকি প্রেমিক রণবীর কাপুরের সঙ্গে থাকেন। যেখানেই থাকুন না কেন, মা–বাবাকে নিয়ে রীতিমতো আতঙ্কে ছিলেন তিনি। কিছুদিন আগে নিজের এই দুশ্চিন্তার কথা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাগাভাগি করেছিলেন তিনি। এবার মা–বাবাকে দেখতে লকডাউনের মধ্যে তাঁদের বাড়িতে গিয়ে হাজির হন আলিয়া। সেটা জানিয়েছেন স্বয়ং তাঁর বাবা মহেশ ভাট। তিনি বলেন, ‘সম্প্রতি আমাদের দেখা হয়েছিল। কিছুটা দূরেই সে (আলিয়া) থাকে। তার এলাকাটা খুব সুরক্ষিত। 
অভিনেত্রীঃ আলিয়া ভাট

বাবা মহেশ ভাট ও মা সোনি রাজদানকে নিয়ে উদ্বেকে দিন কাটছিল বলিউড তারকা আলিয়া ভাটের। কারণ একটাই, করোনা। কোনোভাবে এই ভাইরাস যেন তাঁর মা–বাবাকে আক্রমণ না করে, সেই চিন্তা তাঁকে কুরে কুরে খায়। তাই মা–বাবাকে দেখতে লকডাউনের অমান্য করে পায়ে হেঁটে তাঁদের কাছে চলে গেলেন আলিয়া।
লকডাউনের কারণে সবাই এখন গৃহবন্দী। বিটাউন তারকারাও এর ব্যতিক্রম নন। মা–বাবার কাছ থেকে দূরে নিজের বাসায় ছিলেন আলিয়া। অবশ্য নিন্দুকদের মতে, এই বিটাউন নায়িকা নাকি প্রেমিক রণবীর কাপুরের সঙ্গে থাকেন। যেখানেই থাকুন না কেন, মা–বাবাকে নিয়ে রীতিমতো আতঙ্কে ছিলেন তিনি। কিছুদিন আগে নিজের এই দুশ্চিন্তার কথা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাগাভাগি করেছিলেন তিনি। এবার মা–বাবাকে দেখতে লকডাউনের মধ্যে তাঁদের বাড়িতে গিয়ে হাজির হন আলিয়া। সেটা জানিয়েছেন স্বয়ং তাঁর বাবা মহেশ ভাট। তিনি বলেন, ‘সম্প্রতি আমাদের দেখা হয়েছিল। কিছুটা দূরেই সে (আলিয়া) থাকে। তার এলাকাটা খুব সুরক্ষিত।
সূত্রঃ প্রথম আলো 

No comments

আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাতে কমেন্টস করুণ-

আইন-শৃঙ্খলার অবনতির কারণে বেড়ে গেছে ডাকাতি, ছিনতাই ও অপহরণের মতো গুরুতর অপরাধ

নিজস্ব প্রতিবেদক- গত ৫ আগস্ট স্বৈরাচারী সরকারের সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর দেশের বিভিন্ন অঞ্চলে দেখা দিয়েছে চুরি ডাকাতি ...

Powered by Blogger.