এক-তৃতীয়াংশ করোনা রোগী সুস্থ হয়েছেন

করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বিশ্বজুড়ে বাড়ছে প্রতিদিন। গতকাল বৃহস্পতিবার এ সংখ্যা সাড়ে ৩২ লাখ ছাড়িয়ে গেছে। এর মধ্যে সুস্থও হয়ে উঠেছেন ১০ লাখের বেশি বা প্রায় এক–তৃতীয়াংশ রোগী।
করোনার সংক্রমণের সার্বক্ষণিক তথ্য প্রকাশকারী ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস ডট ইনফোর তথ্যমতে, গতকাল বাংলাদেশ সময় রাত ১২টা পর্যন্ত বিশ্বজুড়ে করোনা সংক্রমিত রোগীর সংখ্যা ৩২ লাখ ৭২ হাজারের বেশি। এর মধ্যে গত বুধবারই ৬ হাজার ৫৯৩ জনসহ মোট মৃত্যু হয়েছে প্রায় ২ লাখ ৩১ হাজার মানুষের। সুস্থ হয়েছেন ১০ লাখ ৩০ হাজারের বেশি। অর্থাৎ গতকাল পর্যন্ত সুস্থ হয়েছেন মোট শনাক্ত রোগীর ৩২ শতাংশের মতো। বেশি আক্রান্ত দেশগুলোর মধ্যে ইরান ও জার্মানিতে সুস্থ হওয়ার হার বেশি। সেই তুলনায় অনেক কম যুক্তরাষ্ট্রে। চীনে সুস্থতার হার সবচেয়ে বেশি এ কারণে যে তারাই আক্রান্ত হয়েছিল প্রথমে এবং করোনার ধাক্কা তারা প্রায় সামলে উঠেছে। নতুন করে আর কেউ আক্রান্ত হচ্ছে না বললেই চলে।

No comments

আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাতে কমেন্টস করুণ-

আইন-শৃঙ্খলার অবনতির কারণে বেড়ে গেছে ডাকাতি, ছিনতাই ও অপহরণের মতো গুরুতর অপরাধ

নিজস্ব প্রতিবেদক- গত ৫ আগস্ট স্বৈরাচারী সরকারের সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর দেশের বিভিন্ন অঞ্চলে দেখা দিয়েছে চুরি ডাকাতি ...

Powered by Blogger.