নওগাঁয় দুই এমপিসহ ৬ জন হোম কোয়ারেন্টাইনে

শহীদুজ্জামান সরকার এমপি, জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল মালেক,
 ইসরাফিল আলম এমপি [উপরে] ছলিম উদ্দিন তরফদার সেলিম এমপি,
  জেলা প্রশাসক হারুন অর-রশিদ ও পুলিশ সুপার আবদুল মান্নান মিয়া [নিচে]
নভেল করোনাভাইরাসে আক্রান্ত নওগাঁ-২ আসনের সংসদ সদস্য শহীদুজ্জামান সরকারের সংস্পর্শে আসায় দুই সংসদ সদস্যসহ আরো ৪ শীর্ষ ব্যক্তিকে হোম কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে।

এরা হলেন সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল মালেক, নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য ইসরাফিল আলম, নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য ছলিম উদ্দিন তরফদার সেলিম, জেলা প্রশাসক হারুন অর-রশিদ, পুলিশ সুপার আবদুল মান্নান মিয়া ও জেলা সিভিল সার্জন আখতারুজ্জামান আলাল।
গতকাল ২ মে, শনিবার বিকালে সাংবাদিকদের এ তথ্য জানান জেলার ডেপুটি সিভিল সার্জন মঞ্জুর মোরশেদ।

তিনি বলেন, ‘সংস্পর্শে আসাদের শনিবার বিকাল থেকে হোম কোয়ারেন্টাইনে থাকার অনুরোধ করা হয়েছে। আগামী ৪ মে তাদের সবার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হবে।’
মঞ্জুর মোরশেদ জানান, নওগাঁ-২ আসনের সংসদ সদস্য শহীদুজ্জামান সরকার গত ২৭ এপ্রিল সকালে করোনা সংকট মোকাবিলা নিয়ে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ থেকে প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্সে যোগ দেন।
এ সময় দুই সংসদ সদস্যসহ জেলা আওয়ামী লীগ সভাপতি, জেলা প্রশাসক, পুলিশ সুপার ও সিভিল সার্জন তার সংস্পর্শে আসেন।

এর পরদিন ঢাকার ফিরে পর শহীদুজ্জামান সরকার ন্যাম ভবনে (সংসদ সদস্য ভবন) ওঠেন। পরে তার জ্বর ও  হালকা কাশি দেখা দেয়।  চিকিৎসকদের পরামর্শে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) তার নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়।
গত ১ মে, শুক্রবার বিকালে আইইডিসিআর থেকে পাঠানো রিপোর্টে দেখা যায়, শহীদুজ্জামান সরকার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনিই দেশের প্রথম কোনো সংসদ সদস্য যিনি এ ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন।

No comments

আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাতে কমেন্টস করুণ-

আইন-শৃঙ্খলার অবনতির কারণে বেড়ে গেছে ডাকাতি, ছিনতাই ও অপহরণের মতো গুরুতর অপরাধ

নিজস্ব প্রতিবেদক- গত ৫ আগস্ট স্বৈরাচারী সরকারের সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর দেশের বিভিন্ন অঞ্চলে দেখা দিয়েছে চুরি ডাকাতি ...

Powered by Blogger.