করোনায় নীলফামারীতে ইউপি সচিবরা দিলেন একদিনের বেতনের টাকা- Nagor News 24
করোনা মোকাবেলায় নীলফামারী জেলা প্রশাসকের ‘ত্রাণ তহবিলে’ একদিনের বেতন হিসেবে ৫৪ হাজার টাকা দিয়েছে ইউনিয়ন পরিষদ সচিব সমিতি।
মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসক মোহাম্মদ হাফিজুর রহমান চৌধুরীর হাতে নগদ এই অর্থ হস্তান্তর করেন সমিতির নেতারা।
এ সময় বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সমিতি (বাপসা) জেলা কমিটির সাধারণ সম্পাদক নুর ইসলাম, সহ-সভাপতি জহুরুল ইসলাম, শহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক রাজু আহমেদ, অর্থ সম্পাদক মোস্তাক আহমেদ ও সদস্য আশিকুর রহমান উপস্থিত ছিলেন।
বাপসা জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক রাজু আহমেদ জানান, জেলার ৬০টি ইউনিয়ন পরিষদ রয়েছে। প্রত্যেক সচিব তার একদিনের বেতন হিসেবে ৫৪হাজার টাকা প্রদান করেন জেলা প্রশাসকের ত্রাণ তহবিলে।
No comments
আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাতে কমেন্টস করুণ-