আগামী ৭ আগস্ট থেকে ফিরছে চ্যাম্পিয়নস লিগ- Nagor News 24


চ্যাম্পিয়নস লিগ মাঠে ফিরছে আগামী ৭ আগস্ট। ওই দিনই মাঠে গড়াবে রিয়াল মাদ্রিদ, জুভেন্টাসের শেষ ষোলোর দ্বিতীয় লেগের ম্যাচ। পরদিন বায়ার্ন মিউনিখ ও চেলসি এবং বার্সেলোনা ও নাপোলি তাদের দ্বিতীয় রাউন্ডের দ্বিতীয় লেগের ম্যাচ খেলবে।
বিষয়টি ফ্রান্স ক্লাব লিঁওর প্রেসিডেন্ট জেন মাইকেল আওলাস নিশ্চিত করেছেন। তিনি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, জুভেন্টাসের সঙ্গে তাদের দ্বিতীয় লেগের ম্যাচটি তুরিনে ৭ আগস্ট অনুষ্ঠিত হবে। তবে চ্যাম্পিয়নস লিগ শুরুর ঘোষণা আসায় বিপাকে আছে লিঁও ও পিএসজি। কারণ সেপ্টেম্বরের আগে প্যারিসে কোন ফুটবল হবে না বলে জানিয়ে দিয়েছে সরকার। অনুশীলন করা তাই তাদের জন্য কঠিন।
লিঁও প্রেসিডেন্ট বলেন, 'জুভেন্টাসের সঙ্গে আমাদের চ্যাম্পিয়নস লিগের ম্যাচ ৭ আগস্ট শুক্রবার দেওয়া হয়েছে। ম্যাচটি ফাঁকা গ্যালারিতে হবে। চ্যাম্পিয়নস লিগে লিঁও এবং পিএসজি খেলতে না পারলে বড্ড ঝামেলায় পড়তে হবে। এছাড়া পিএসজির খেলার মতো সার্বিক প্রস্তুতি থাকলেও আমাদের নেই।'
ফ্রান্স লিগ বন্ধ করে দেওয়ায় তিনি বলেন, এতে ফ্রান্স লিগের নয়শ' মিলিয়ন ইউরো ক্ষতি হবে। এই ক্ষতি আমাদের জীবনের ওপর দিয়ে যাবে। আমরা জানি না, কোন কোন ক্লাব এই ক্ষতি পুষিয়ে উঠতে পারবে। মৌসুম এখনই বাতিল করে দেওয়ার কোন বাধ্যবাধকতা ছিল না। ইউরোপের মধ্যে আমরাই কেবল ব্যতিক্রম।'
চ্যাম্পিয়নস লিগ শুরুর যে সূচি সংবাদ মাধ্যম মার্কা দিয়েছে তাতে, ৭ আগস্ট রিয়াল মাদ্রিদ-ম্যানসিটি ও জুভেন্টাস-লিঁও মুখোমুখি হবে। শেষ ষোলোর বাকি দুই লেগে বায়ার্ন-চেলসি ও বার্সা-নাপোলি খেলবে। এরপর কোয়ার্টার ফাইনালের প্রথম লেগ ১১-১২ আগস্ট ও দ্বিতীয় ১৪-১৫ আগস্ট মাঠে গড়াবে। সেমিফাইনালের প্রথম লেগ ১৮-১৯ আগস্ট ও দ্বিতীয় লেগে হবে ২১-২২ আগস্ট। ইস্তামবুলে ফাইনাল হবে ২৯ আগস্ট।

No comments

আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাতে কমেন্টস করুণ-

আইন-শৃঙ্খলার অবনতির কারণে বেড়ে গেছে ডাকাতি, ছিনতাই ও অপহরণের মতো গুরুতর অপরাধ

নিজস্ব প্রতিবেদক- গত ৫ আগস্ট স্বৈরাচারী সরকারের সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর দেশের বিভিন্ন অঞ্চলে দেখা দিয়েছে চুরি ডাকাতি ...

Powered by Blogger.