টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপে দর্শক নিয়েই দুশ্চিন্তায় অস্ট্রেলিয়া- Nagor News 24

ধীরে ধীরে ঘনিয়ে আসছে টি-টোয়েন্টি বিশ্বকাপের সময়। কিন্তু করোনাকাল কিছুতেই কাটছে না। সাবেক অস্ট্রেলীয় অধিনায়ক অ্যালান বর্ডার থেকে বিধ্বংসী অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল, সকলেই চান দর্শকঠাসা মাঠেই হোক টি-টোয়েন্টি বিশ্বকাপ। কিন্তু করোনা-পরবর্তী পরিস্থিতিতে স্টেডিয়ামে সমর্থকদের প্রবেশ করতে দেওয়া হবে কি না, তা নিয়েই এখন ক্রিকেট অস্ট্রেলিয়া দুশ্চিন্তা করছে।দর্শকশূন্য গ্যালারিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের মতো প্রতিযোগিতা থেকে কি তারা লাভ করতে পারবেন?  
দর্শকশূন্য গ্যালারিতে বিশ্বকাপ আয়োজন করলে ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রায় ৩০০ মিলিয়ন অস্ট্রেলীয় ডলার ক্ষতি হবে। এক রেডিও চ্যানেলে দেশটির ক্রীড়ামন্ত্রী রিচার্ড কোলবেক বলেছেন, 'ডিসেম্বরে ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ আয়োজন করতে চাই। সেই সঙ্গে টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্যও মুখিয়ে আছি। সূচি নিয়ে আমাদের কোনো সমস্যা নেই। নানা ধরনের বিধি মেনে প্রতিযোগিতা আয়োজন করতে সমস্যা হবে না। কিন্তু মাঠে দর্শকদের প্রবেশ করতে দেওয়া হবে কি না, তা নিয়ে সিদ্ধান্ত নেওয়ার  আছে। সেটা মাথায় রাখতে হবে।'
কোলবেক আরও বলেন, 'আমরা জানি ক্রিকেটারদের নিরাপত্তা ও সুরক্ষার জন্য বিশেষ ব্যবস্থা নিতে হবে। তাদের সম্পূর্ণ আলাদা রাখার ব্যবস্থাও করতে পারব। কিন্তু করোনার প্রভাব রুখতে বেশ কিছু নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। যেমন করোনা প্রভাবিত দেশের সঙ্গে যোগাযোগ বন্ধ। বিশ্বকাপ হলে এই নিষেধাজ্ঞা তুলতে হবে। ক্রিকেটারেরা আসলে সমস্যা নেই। কিন্তু ভিন দেশের সমর্থকদের আটকানো হবে কি না সে ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে।'
আইসিসি টুর্নামেন্টের প্রথা অনুযায়ী, অংশগ্রহনকারী দেশের সমর্থকদের আটকানোর কোনো নিয়ম নেই। কোলবেক জানিয়েছেন, আলোচনা এখনও চলবে। তবে আগস্টের মধ্যেই জানিয়ে দেওয়া হবে যে, টি-টোয়েন্টি বিশ্বকাপ আর ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ আদৌ আয়োজন করা হবে কিনা। করলেও সমর্থকদের প্রবেশ করতে দেওয়া হবে কিনা সে বিষয়েও সিদ্ধান্ত হয়ে যাবে। কোলবেক বলেন, 'সবদিক থেকেই আমরা প্রস্তুত থাকব। সব রকম নির্দেশ, পরামর্শ মেনেই বিশ্বকাপ আয়োজনের কর্মযজ্ঞ চলবে।'

No comments

আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাতে কমেন্টস করুণ-

আইন-শৃঙ্খলার অবনতির কারণে বেড়ে গেছে ডাকাতি, ছিনতাই ও অপহরণের মতো গুরুতর অপরাধ

নিজস্ব প্রতিবেদক- গত ৫ আগস্ট স্বৈরাচারী সরকারের সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর দেশের বিভিন্ন অঞ্চলে দেখা দিয়েছে চুরি ডাকাতি ...

Powered by Blogger.