এবার ত্রাণের চাল ‘চোর’ ধরা পড়ল দেশের ক্রিকেট অঙ্গনে- Nagor News 24
করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে গৃহবন্দি হয়ে পড়া কর্মহীন মানুষের সাহায্যে সরকারি সহায়তা ছাড়াও, বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠানের উদ্যোগে ত্রাণ কার্যক্রম অব্যাহত রয়েছে। এই কার্যক্রমে পিছিয়ে নেই দেশের ক্রিকেটার এবং ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা বিসিবিও।
দেশের ক্রিকেটের অভিভাবক বিসিবি ত্রাণ সহায়তা নিয়ে এগিয়ে এসেছে বেকার হয়ে পড়া ৭৬টি ক্লাবের কর্মচারী, স্কোরার এবং গ্রাউন্ডস ম্যানদের পাশে। ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিসের মাধ্যমে সমস্ত ক্লাব প্রতিনিধিদের হাতে ত্রাণ তুলে দেয় বিসিবি।
কিন্তু বিসিবির এই মহৎ উদ্যোগেও ঘটেছে ত্রাণ চুরির মত ন্যাক্কারজনক ঘটনা। ত্রাণ চুরির এই ঘটনা উঠে এসেছে বেসরকারি টিভি চ্যানেল বাংলা ভিশনের প্রতিবেদনে। শেখ রাসেল ক্লাবের যুগ্ম সম্পাদক মঞ্জু, বিসিবির দেয়া ত্রাণ অবৈধভাবে বিক্রি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়েন। লোকজন তাকে পুলিশের হাতে তুলে দিতেও চাইলেও সেটি সম্ভব হয়নি শেখ রাসেল ক্লাবের সভাপতি এবং সাধারণ সম্পাদকের কারণে। এমনকি ক্লাবের ভাবমূর্তি নষ্ট হওয়ার ভয়ে ঘটনা ধামাচাপা দেয়ার চেষ্টাও করে তারা।
অবশ্য চুরি করা ত্রাণ পুনরায় ফিরিয়ে দেয়ার আশ্বাস দিয়েছেন অভিযুক্ত সেই ক্লাব কর্মকর্তা। তিনি বলেন, আমি কথা দিচ্ছি বিসিবি থেকে আমি আবারো ত্রাণ এনে দিবো ভাই। এই ঘটনার প্রেক্ষিতে এখনো পর্যন্ত মুখ খুলেনি বিসিবি। হয়তো দ্রুতই এই বিষয়ে সিদ্ধান্ত নিবে বিসিবি।
সূত্রঃ নিউজ বাংলা।
No comments
আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাতে কমেন্টস করুণ-