ইরাকের আন্তর্জাতিক বিমানবন্দরে কয়েক দফা রকেট হামলা- Nagor News 24

ইরাকের রাজধানী বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দর ও এর আশেপাশে কয়েক দফা রকেট হামলা চালানো হয়েছে। এ সময় সতর্কতা সংকেত জারি করে সেনাবাহিনী। বুধবার তিনটি কাতিয়ুসা রকেট দিয়ে এ হামলা চালানো হয়েছে। ইরাকের সামরিক বাহিনীর তরফে ওই হামলার খবর নিশ্চিত করা হয়েছে।
সামরিক বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে যে, তারা বাগদাদের পশ্চিমাঞ্চল থেকে একটি রকেট লঞ্চার উদ্ধার করেছেন। ওই রকেট লঞ্চারে টাইমার সেট করা ছিল। তবে এটি কোনো লক্ষ্যে আঘাত হানতে পারেনি। সে কারণে এসব হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এখনও পর্যন্ত কোনো গোষ্ঠী এসব হামলার দায় স্বীকার করেনি।
এর আগেও বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে বেশ কয়েক বার হামলার ঘটনা ঘটেছে। এছাড়া আগে বাগদাদে মার্কিন ঘাঁটি লক্ষ্য করেও দফায় দফায় হামলা চালানো হয়েছে।

No comments

আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাতে কমেন্টস করুণ-

আইন-শৃঙ্খলার অবনতির কারণে বেড়ে গেছে ডাকাতি, ছিনতাই ও অপহরণের মতো গুরুতর অপরাধ

নিজস্ব প্রতিবেদক- গত ৫ আগস্ট স্বৈরাচারী সরকারের সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর দেশের বিভিন্ন অঞ্চলে দেখা দিয়েছে চুরি ডাকাতি ...

Powered by Blogger.