৫০ লাখ টাকায় ম্যারাডোনার জার্সি নিলামে
এবার ডিয়েগো ম্যারাডোনার জার্সি নিলাম করা হয়েছে। এরইমধ্যে আর্জেন্টাইন কিংবদন্তির জার্সিটি ৫৫ হাজার ইউরোয় বিক্রিও হয়ে গেছে। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৫০ লাখ টাকা।
ম্যারাডোনার জার্সি বিক্রি থেকে প্রাপ্ত অর্থ ইতালির নাপোলিতে করোনায় ক্ষতিগ্রস্তদের জন্য ব্যয় হবে। দেশটির সাবেক ফুটবলার সিরো ফেরেরা এটি নিলাম করেন। ৩৩ বছর ধরে জার্সিটি সযত্নে আগলে রেখেছিলেন তিনি।
প্রসঙ্গত, আর্জেন্টিনার বিপক্ষে ইতালির হয়ে অভিষেক হয় সিরোর। ১৯৮৭ সালে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মুখোমুখি হয় দুই ফুটবল পরাশক্তি।
কিংবদন্তি ইতালীয় ডিফেন্ডার সিরো জানিয়েছেন, তখন থেকে ম্যারাডোনার সঙ্গে তার গভীর বন্ধুত্ব। ওই ম্যাচেই তাকে দেশের জার্সি খুলে উপহার দেন আলবিসেলেস্তে লিজেন্ড।
No comments
আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাতে কমেন্টস করুণ-