হাকিমপুরে অনলাইনে খাবার অর্ডার করলেই বাসায় পৌছে দিচ্ছে তারুণ্য শক্তি

হিলিতে করোনাভাইরাসের সংক্রমণ রোধে ও বাজারগুলোতে মানুষের সমাগম কমাতে ও জনগণকে ঘরে নিরাপদে থাকার সুযোগ করে দিতে উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে ইফতারি থেকে শুরু করে সবধরনের পণ্য অনলাইনের মাধ্যমে বিক্রয় ও গ্রাহকের বাসায় পৌঁছানোর কাজ চলছে। তারুণ্য শক্তি নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন এতে সহায়তা করছে।
উপজেলায় গত দু’দিন থেকে এই কার্যক্রম চালু হয়েছে। তারুণ্য শক্তির ফেসবুক পেজ রয়েছে, তাতে মোবাইল নম্বর দেওয়া হয়েছে, কেউ সরাসরি মোবাইলে বা তাদের ফেসবুক পেজে অর্ডার করতে পারছেন। ইফতার সামগ্রী বিকাল ৩টা থেকে বিকাল ৫টা পর্যন্ত, কাঁচামালসহ অন্যান্য পণ্যের জন্য সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত, প্রয়োজনীয় ওষুধ সামগ্রীর জন্য সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত অর্ডার নেওয়া হচ্ছে।
তারুণ্য শক্তির সদস্য মামুন বাংলা বলেন, এই দুর্যোগ সময়ে ঘর থেকে বের না হওয়া সবচেয়ে নিরাপদ। করোনাভাইরাসের বিরুদ্ধে এটি সবচেয়ে বড় প্রতিরোধ ব্যবস্থা। প্রশাসনের পক্ষ থেকে কাঁচাবাজারসহ নিত্যপ্রয়োজনীয় যেসব পণ্যের দোকান খোলা রাখার নির্দেশনা রয়েছে সেসময়টুকুতে বাজারে প্রচণ্ড মানুষের ভিড় লক্ষ্য করা যায়। তাই এসব মানুষকে ঘরে রাখতে তারুণ্য শক্তি উদ্যোগ নিয়েছে। আমরা প্রশাসনের সহযোগিতায় হোমডেলিভারি সার্ভিস চালু করেছি। ইফতারসহ যেকোনও পণ্য অর্ডার করলেই পৌঁছানোর ব্যবস্থা নেওয়া হয়েছে। গত দু’দিন হলো আমরা কার্যক্রম শুরু করেছি, তবে মানুষের ব্যাপক সাড়া পাচ্ছি। আমাদের একটাই উদ্দেশ্য, মানুষ ঘরে থাকুক, নিরাপদে থাকুক।

হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুর রাফিউল আলম বলেন, করোনা সংক্রমণ রোধে সামাজিক দূরত্ব নিশ্চিতে ও মানুষ যেন বাড়িতে থাকে সেজন্য উপজেলা প্রশাসন নানামুখী কাজ করে যাচ্ছে। হিলির বিভিন্ন প্রবেশপথে চেকপোস্ট বসানো হয়েছে, এছাড়াও সামাজিক দূরত্ব নিশ্চিতে সেনাবাহিনী, পুলিশ ও আনসার সদস্যরা নিয়মিত টহল দিচ্ছেন, মানুষজনকে ঘরে থাকতে বোঝানো হচ্ছে। নির্দেশনা অমান্য করায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে শাস্তির আওতায় আনা হয়েছে। এর পরেও মানুষজন নানা কারণে বাড়ির বাইরে চলে আসছে। এ অবস্থায় তাদের বাজারে আসা কমাতে ও বাজারগুলোতে মানুষের সমাগম কমাতে প্রশাসনের তত্ত্বাবধানে মানুষ যেন ঘরে বসেই বাজার করতে পারেন, সে ব্যবস্থা করা হয়েছে। তারুণ্য শক্তি নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন এই কাজে এগিয়ে এসেছেন। তাদের ফেসবুক পেজে ও মোবাইলে সংশ্লিষ্ট পণ্যের চাহিদা দেওয়া হলে উপজেলার সর্বত্র তাদের সদস্য দ্বারা সেই পণ্য গ্রাহকের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে। বাজারে পণ্যটির যে দাম তার সঙ্গে যাতায়াত বাবদ ২০ টাকার মতো খরচ নেওয়া হচ্ছে।
উপজেলা চেয়ারম্যান হারুন উর রশীদ বলেন, তারুণ্য শক্তির ১২ জন সদস্য এই কাজ করছেন। তারা যেন নিরাপদে কাজ করতে পারেন, সেজন্য প্রশাসনের পক্ষ থেকে সবকিছু ব্যবস্থা করা হচ্ছে। তাদের সব ধরনের সহায়তা দেওয়া হবে বলেও জানান তিনি।
সূত্রঃ বাংলা ট্রিবিউন

No comments

আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাতে কমেন্টস করুণ-

আইন-শৃঙ্খলার অবনতির কারণে বেড়ে গেছে ডাকাতি, ছিনতাই ও অপহরণের মতো গুরুতর অপরাধ

নিজস্ব প্রতিবেদক- গত ৫ আগস্ট স্বৈরাচারী সরকারের সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর দেশের বিভিন্ন অঞ্চলে দেখা দিয়েছে চুরি ডাকাতি ...

Powered by Blogger.