প্রতিবন্ধী অর্ধশত শিল্পীকে সাহায্য করলেন সালমান খান



করোনাকালের এই সংকটে দুঃস্থ মানুষদের জন্য সাহায্যের হাত বাড়িয়েছেন সুপারস্টার সালমান খান। লকডাউন ঘোষণার পর থেকেই তিনি বলিউডের সঙ্গে যুক্ত ২৫ হাজার শ্রমিকদের অ্যাকাউন্টে টাকা পাঠাতে শুরু করে দিয়েছেন। অন্যদিকে, তাঁর আপকামিং ছবি রাধের শুটিং বন্ধ হলেও তার সঙ্গে যুক্ত কর্মীদের বেতন পাঠাচ্ছেন প্রতি মাসেই। এছাড়া একাধিক সেচ্ছাসেবী সংস্থাকেও তিনি সাধ্যমতো সাহায্য করে যাচ্ছেন। এবার শারীরিক প্রতিবন্ধী শিল্পীদের জন্যও সাহায্যের হাত বাড়ালেন তিনি। 
জানা গেছে,  সালমান অভিনীত ভারত সিনেমাতে অভিনয় করেছিলেন শারীরিক প্রতিবন্ধী অভিনেতা পারভিন রানা। বর্তমানে তিনি বেশ অর্থকষ্টে ভুগছিলেন। এই কথাটি তার কানে যেতেই তি্নি পারভিনের পাশে দাঁড়ান। শুধু তাই নয়, অল ইন্ডিয়া স্পেশাল আর্টিস্টস অ্যাসোসিয়েশনের যোগাযোগ করে আরও ৪৫ জন শারীরিক প্রতিবন্ধী অভিনেতাকে সাহায্য করছেন তিনি।
সকলের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ইতিমধ্যেই ৩ হাজার করে টাকাও পাঠিয়ে দিয়েছেন বলে জানা গেছে । পাশাপাশি, পরের মাসেও তিনি এই ৪৫ জনকে সাহায্য করবেন বলে আশ্বাসও দিয়েছেন। 
প্রসঙ্গত, এই কঠিন সময়ে সালমানের পাশাপাশি সাহায্যের জন্য এগিয়ে এসেছেন শাহরুখ খান, অক্ষয় কুমার, অমিতাভ বচ্চন, হৃত্বিক রোশন, প্রিয়াঙ্কা চোপড়া, ক্যাটরিনা কাইফ, রাকুল প্রীত সিং সহ একাধিক তারকা।

m~Î: Kv‡ji KÚ|

No comments

আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাতে কমেন্টস করুণ-

আইন-শৃঙ্খলার অবনতির কারণে বেড়ে গেছে ডাকাতি, ছিনতাই ও অপহরণের মতো গুরুতর অপরাধ

নিজস্ব প্রতিবেদক- গত ৫ আগস্ট স্বৈরাচারী সরকারের সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর দেশের বিভিন্ন অঞ্চলে দেখা দিয়েছে চুরি ডাকাতি ...

Powered by Blogger.