দিনাজপুরের নবাবগঞ্জ ভাদুরিয়াতে নবজাতক শিশু উদ্ধার

দিনাজপুরের নবাবগঞ্জে ব্রিজের নিচ থেকে একটি জীবিত নবজাতককে (মেয়ে) উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত নবজাতক বর্তমানে উপজেলার ভাদুরিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য হারুনুর রশীদের হেফাজতে রয়েছে। শনিবার বিকেলে বিষয়টি তিনিই নিশ্চিত করেছেন।
জানা গেছে, শনিবার বিকেল ৫টার দিকে ওই ইউনিয়নের লাঠিদাম নামক গ্রামের দক্ষিণ পাশে এক ব্রিজের নিচে ওই নবজাতককে পড়ে থাকতে দেখেন কবিরুল ইসলাম নামে স্থানীয় এক যুবক। পরে তিনি ওই নবজাতককে উদ্ধার করে স্থানীয় ইউপি সদস্য হারুনুরের কাছে হস্তান্তর করেন।

নবাবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও থানার অফিসার ইনচার্জকে বিষয়টি অবহিত করা হয়েছে।  তারা সম্মতি দিলে উদ্ধারকৃত ওই নবজাতকে নিজের কাছেই রেখে দিবেন বলে জানান ইউপি সদস্য হারুনুর রশীদ।


সূত্রঃ নয়া দিগন্ত।
 


No comments

আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাতে কমেন্টস করুণ-

আইন-শৃঙ্খলার অবনতির কারণে বেড়ে গেছে ডাকাতি, ছিনতাই ও অপহরণের মতো গুরুতর অপরাধ

নিজস্ব প্রতিবেদক- গত ৫ আগস্ট স্বৈরাচারী সরকারের সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর দেশের বিভিন্ন অঞ্চলে দেখা দিয়েছে চুরি ডাকাতি ...

Powered by Blogger.