প্রথমবারের মতো রোহিঙ্গাদের পাঠানো হচ্ছে ভাসানচরে
সাগর থেকে উদ্ধারের পর প্রথমবারের মতো ২৮ রোহিঙ্গাকে নোয়াখালীর ভাসানচরে পাঠানো হয়েছে। করোনাভাইরাস পরিস্থিতিতে তাদের সেখানে কোয়ারেন্টিনে রাখা হয়েছে বলে জানা গেছে।
গণমাধ্যমকে এ খবর নিশ্চিত করেছেন হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবুল খায়ের। তিনি বলেন শনিবার রাত ২টা ৩৫ মিনিটে রোহিঙ্গাদের ওই দলটি ভাসানচরে পৌঁছায়।
তিনি বলেন, এ পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী ওই রোহিঙ্গারা সাগরে নৌকায় ভাসমান ছিল। পরে তাদের উদ্ধার করে ভাসানচরে নিয়ে যাওয়া হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, ২৯ জন রোহিঙ্গাকে কক্সবাজার উপকূল থেকে উদ্ধার করা হয়। তবে এখন যেহেতু করোনাভাইরাসের সংক্রমণ চলছে, এজন্যই তাদেরকে ভাসানচরে কোয়ারেন্টিনে রাখা হয়েছে।
কোয়ারেন্টিনের মেয়াদ শেষ হলে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী তাদেরকে রোহিঙ্গা ক্যাম্পে স্থানান্তর করা হবে বলে জানান তিনি।
উল্লেখ্য প্রধানত রোহিঙ্গাদের জন্য উন্নতমানের অস্থায়ী বাসস্থান হিসেবে ভাসানচরে বেশ কিছু বাড়িঘর নির্মিত হলেও নানা প্রতিবন্ধকতার মুখে শেষ পর্যন্ত রোহিঙ্গাদের সেখানে স্থানান্তর করার বিষয়টি ঝুলে রয়েছে।
এ দফায় উদ্ধার করে ভাসানচরে নেওয়া রোহিঙ্গাদের মধ্যে ৫ জন শিশু, ১৯ জন নারী এবং ৫ জন পুরুষ। তবে এদের মধ্যে কেউ দালাল কিনা তা পরবর্তীতে অনুসন্ধান করে জানা যাবে বলে জানান ওই কর্মকর্তা।
উদ্ধার হওয়া রোহিঙ্গাদের প্রাথমিক স্বাস্থ্য সেবা ও খাবার দেয়া হয়েছে।
সূত্র : বিবিসি বাংলা।
No comments
আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাতে কমেন্টস করুণ-