নিলামে উঠছে মুশফিকের ডাবল সেঞ্চুরির ব্যাট, কিনতে লড়বেন তামিম

করোনাভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতির কারণে দরিদ্র জনগণের জন্য অর্থ সংগ্রহ করতে নিজের ব্যাট নিলামে তুলছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম। তবে সেই ব্যাট কিনতে লড়বেন বলে জানিয়েছেন বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল।

শনিবার রাতে তামিম ইকবাল এবং মুশফিকুর রহিম ইনস্টাগ্রামে লাইভে আসেন। এসময় তামিম ইকবাল নিলামের বিষয়ে বিস্তারিত জানাতে বলেন মুশফিককে।

মুশফিক বলেন, ‘একটি ই-কমার্স ওয়েবসাইট নিলামের ব্যাপারে প্রস্তুতি নিচ্ছে। এই সপ্তাহেই সব জানা যাবে।’
তিনি আরো বলেন, ‘সাধ্যমতো চেষ্টা করছি কীভাবে অবদান রাখা যায়। আমি সবাইকে একটা অনুরোধ করবো যে এটা আমার ব্যাট এটা ভেবে কিনতে হবে না। আমি তাকে অনুরোধ করবো তিনি যে কিনবেন পুরো টাকাটা মহৎ কাজে ব্যয় করা হবে। যত বেশি মূল্য দিয়ে উনি ব্যাটটি কিনবেন আমি আরও বেশি সাহায্য করতে পারবো।’

এসময় তামিম বলেন, আমারও নজর থাকবে নিলামে। তখন মুশফিক হাসতে হাসতে বলেন, ‘আমি চাই তুই ব্যাটটা কিনে নে।’ মুশির কথার জবাবে তামিম বলেন, ‘সত্যিই, আমি এই কথাটা বলতে চেয়েছিলাম। আমার রেঞ্জ পর্যন্ত যদি থাকে তাহলে আমি অবশ্যই বিট করবো।’
বিশ্বব্যাপী মহামারি আকার ধারণ করা করোনাভাইরাস মোকাবিলায় তহবিল বাড়াতে নিজের সবচেয়ে প্রিয় ব্যাট, যেটা দিয়ে ডাবল সেঞ্চুরি করেছিলেন, সেটি নিলামে তোলার ঘোষণা দেন দেশের অন্যতম সেরা ক্রিকেটার মুশফিকুর রহিম।

টেস্ট ক্রিকেটে মুশফিকুর রহিম প্রথম বাংলাদেশি হিসেবে নিজের প্রথম ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছিলেন শ্রীলঙ্কার বিপক্ষে ২০১৩ সালে গল টেস্টে। মুশফিকুর রহিম ঠিক ২০০ ইনিংসের যে এসএস ব্যাটটি ব্যবহার করেছিলেন (৩২১ বলে ২২ টি চার ও একটি ছক্কায়) সেটিই নিলামে তুলতে চলেছেন। এরপরে মুশফিকুর আরো দুটি ডাবল সেঞ্চুরি করেছেন।

মুশফিকের পর সাকিব আল হাসানও ইংল্যান্ড বিশ্বকাপে খেলা নিজের ব্যাটটি নিলামে তোলার ঘোষণা দেন। পরে সেটি ২০ লাখ টাকায় বিক্রি হয়।

No comments

আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাতে কমেন্টস করুণ-

আইন-শৃঙ্খলার অবনতির কারণে বেড়ে গেছে ডাকাতি, ছিনতাই ও অপহরণের মতো গুরুতর অপরাধ

নিজস্ব প্রতিবেদক- গত ৫ আগস্ট স্বৈরাচারী সরকারের সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর দেশের বিভিন্ন অঞ্চলে দেখা দিয়েছে চুরি ডাকাতি ...

Powered by Blogger.