অস্ট্রেলিয়া ক্রিকেট বলে থুতু এবং ঘাম লাগানো নিষিদ্ধ ঘোষণা করেছে
অস্ট্রেলিয়া ক্রিকেট বলে থুতু এবং ঘাম লাগিয়ে বল চকচকে করার কাজকে নিষিদ্ধ ঘোষণা করেছে। তবে প্রয়োজনে আম্পায়ারের উপস্থিতিতে ‘কৃত্রিমভাবে তৈরি’ কোন বস্তু দিয়ে বল চকচকে করা যাবে। কারণ থুতু, ঘামের মাধ্যমে করোনা ছড়ানোর সম্ভাবনা রয়েছে। ফলে এটা বন্ধ করলে করোনা ভাইরাস সুযোগ কমে যাবে।
করোনা পরবর্তী সময়ে আইসিসিও এদিকে হাঁটতে পারে বলে ধারণা করা হচ্ছে।
ইসপিএন জানাচ্ছে, অস্ট্রেলিয়ান ক্রীড়া সংস্থা এ নিয়ে মেডিকেল এক্সপার্ট, খেলাধূলার সাথে জড়িত সংস্থাগুলো, কেন্দ্রীয় ও প্রাদেশিক সরকারের সাথে কথা বলে এ ব্যাপারে নীতিমালা প্রনয়ন করার উদ্যোগ নিয়েছে।
বর্তমানে অস্ট্রেলিয়াতে করোনার জন্য সকল খেলাধূলা ক্যাটাগরি-এ এর আওতায় রয়েছে। তার মানে হচ্ছে, ব্যক্তি নিজে চাইলে প্রাকটিস করতে পারবে কিন্তু একত্রিত হয়ে কোন ধরণের খেলাধূলায় অংশ নিতে পারবে না।
No comments
আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাতে কমেন্টস করুণ-