প্রায় তিন সপ্তাহ পর মৃত্যুর গুঞ্জন উড়িয়ে জনসম্মুখে কিম জং উন
মৃত্যুর গুঞ্জন উড়িয়ে দিয়ে ফের জনসম্মুখে দেখা গেলো উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনকে। আজ ২ মে, শনিবার তাকে বিশ দিন পর প্রথমবারের মতো জনসম্মুখে দেখা যায় বলে সংবাদে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম কেসিএনএ। তাদের বরাতে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোও এ সংবাদ প্রচার করেছে।
কেসিএনএ জানায়, মে দিবসে রাজধানী পিয়ং ইয়ংয়ের কাছে ফিতা কেটে একটি নতুন সার কারখানা উদ্বোধন করেন কিম জং উন। তার উপস্থিতিতে কর্মকর্তা-কর্মচারীদের উল্লাসে ফেটে পড়তেও দেখা যায়।
এসময় কিমের সঙ্গে তাঁর বোন ইয়ো জং-ও রাষ্ট্রের শীর্ষস্থানীয় কর্মকর্তাদের পাশাপাশি উপস্থিত ছিলেন৷ উদ্বোধনের পর গোটা কারখানা ঘুরে দেখেন কিম জং উন। এসময় কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গেও কথা বলেন তিনি৷
কিমের জনসমক্ষে আসার সংবাদ প্রচার করলেও এই অনুষ্ঠানের সরাসরি সম্প্রচার করেনি কেসিএনএ। তাদের খবর অনুযায়ী, কিমের এই উপস্থিতি তার স্বাস্থ্য সংক্রান্ত যাবতীয় কৌতূহলের অবসান ঘটিয়েছে।

ফিতা কেটে সার কারখানা উদ্বোধন করছেন কিম
গত ১১ এপ্রিল একটি রাজনৈতিক সভায় সভাপতিত্ব করতে দেখা যায় কিম জং উনকে। এর পরদিনই সর্বশেষ তাকে রাষ্ট্রীয় গণমাধ্যমে দেখা যায়। কিন্তু এরপর থেকেই তাকে জনসম্মুখে দেখা না যাওয়ায় তার মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে। তিনি জটিল হৃদরোগে ভুগছেন বলেও সংবাদ প্রকাশিত হয়।
গত কয়েকদিন ধরেই মার্কিন সংবাদমাধ্যমগুলো দাবি করছিল, এপ্রিলের শুরুতে দেশটির পবিত্র পর্বতমালা পাইকতু সফরে যান কিম জং উন। দুর্গম এ এলাকায় সফরের সময় মাটিতে পড়ে যান তিনি। এরপর তার হৃদযন্ত্রের অস্ত্রোপচারের প্রয়োজন হয়। সেটি ঠিকঠাক মতো না হওয়ায় আশঙ্কাজনক অবস্থায় আছেন কিম জং উন৷
আজ কিমের উপস্থিতির সংবাদ প্রচার করলেও তার শারীরিক অবস্থা নিয়ে সরকারিভাবে কিছুই জানায়নি উত্তর কোরিয়া।
No comments
আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাতে কমেন্টস করুণ-