ইমরান খানের কোনটি বেশি, প্রেমিকা না উইকেট?
![]() |
zeenat-aman-imran-khan-Nagor News 24 |
জিনাত আমান, রেখা, মুনমুন সেন, এমা সার্জেন্ট, সুসান কনস্টানটাইন, সিতা হোয়াইট… ইমরান খানের প্রেমিকার সংখ্যা হাতেনয়, আসলে ক্যালকুলেটরে গুনতে হবে। এমনি এমনি তো আর সুনীল গাভাস্কার এক সাক্ষাৎকারে মজা করে জানতে চাননি, 'প্রেমিকা না টেস্টের উইকেট, কোনটা বেশি তোমার?'
পাঠকদের জন্য সম্পুরক তথ্য, ইমরান খানের টেস্ট উইকেট সংখ্যা ৩৬২টি।
ক্রিকেটের আরেক প্রেমিক পুরুষ নবাব মনসুর আলী খান পাতৌদি নাকি বলেছিলেন, 'ভারতীয় ক্রিকেট বোর্ডকে বলেছি, আমার ফেয়ারওয়েল ম্যাচ লাগবে না, ইমরানকে মেয়েদের মধ্যে নিলাম করে ওই টাকাটা আমাকে দিলেই হবে।' প্রতিপক্ষ ক্রিকেটাররাও এক বাক্যে মেনে নিতেন, পাকিস্তানি অধিনায়ককে মেয়েদের কবল থেকে উদ্ধার করার চেয়ে তাঁর ইনসুইং খেলা অনেক বেশি সহজ ছিল। নারী মহলে এতটাই কাঙ্খিত ছিলেন ইমরান!
জিনাত আমানের সঙ্গে প্রেমটাই বেশি চর্চিত। জিনাত তখন 'সত্যম শিবম সুন্দরম' করে ভারতীয় পুরুষদের ঘুম কেড়ে নিয়েছেন।শোনা যায়, সংযুক্ত আরব আমিরাতে পাকিস্তানের সিরিজ থাকলে জিনাত আগেই হোটেল বুক করে রাখতেন। ম্যাচের দিন সকালেও জিনাতের হোটেল থেকে বেরিয়ে টিম হোটেলে ইমরানকে আসতে দেখেছেন কেউ কেউ!
সেই ইমরান বিবাহিত জীবনেও খুব একটা থিতু হতে পারেননি। ১৯৯৫ সালে জেমিমা গোল্ডস্মিথ নামে এক ব্রিটিশ ধনকুবেরকে বিয়ে করার পর ৯ বছরের সংসার, তারপর বিচ্ছেদ। ২০১৫ সালে ব্রিটিশ সাংবাদিক রেহাম খানের সঙ্গে দ্বিতীয় বিয়েটা টেকেনি এক বছরও। ২০১৮ সালে নির্বাচনে জিতে পাকিস্তানের ২২তম প্রধানমন্ত্রী হওয়ার আগে তৃতীয় বিয়ে করেছেন বুশরা বিবি নামে একজনকে। এটাই শেষ বিয়ে কি না, ইমরান নিজেও জানেন না হয়তো।
No comments
আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাতে কমেন্টস করুণ-