ব্যাংক কর্মকর্তাসহ দিনাজপুরে আরো ২ জন করোনায় আক্রান্ত- Nagor News 24
দিনাজপুরে গত ২৪ ঘন্টায় আরও দুইজন করোনা রোগী শনাক্ত হয়েছে। নতুন আক্রান্ত দুইজনের মধ্যে একজন পুরুষ (৩৯)। তার বাড়ি দিনাজপুর শহরের বালুবাড়ী এলাকায় ও সে সৈয়দপুর ইসলামী ব্যাংকের কর্মচারী। অপরজন পুরুষ (২৫)। সে দিনাজপুর জেনারেল হাসপাতালের এক ডাক্তারের ভাই।
এনিয়ে দিনাজপুরে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৩১ জনে। যার মধ্যে পুরুষ ২৪ জন, নারী ৫ জন ও শিশু ২ জন রয়েছে। এর মধ্যে সুস্থ হয়েছেন ৫ জন এবং মারা গেছেন একজন। এ তথ্য নিশ্চিত করেন দিনাজপুর সিভিল সার্জন ডা. মো. আব্দুল কুদ্দুছ।
দিনাজপুর সিভিল সার্জন ডা. মো. আব্দুল কুদ্দুছ জানান, এ পর্যন্ত দিনাজপুর সদরে ৯ জন, ফুলবাড়ীতে ১ জন, নবাবগঞ্জে ৪ জন, পার্বতীপুরে ৫ জন এবং বোচাগঞ্জে ১ জন, ঘোড়াঘাটে ২ জন, কাহারোলে ৭ জন, হাকিমপুরে ২ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে সুস্থ হয়েছেন সদরে ২ জন, ফুলবাড়ীতে ১ জন, নবাবগঞ্জে ১ জন, পার্বতীপুরে ১ এবং একজন মারা গেছেন। হোম আইসোলেশনে রয়েছেন ২৩ জন, প্রাতিষ্ঠানিক আইসোলেশনে ১ জন।
তিনি আরও জানান, গত ২৪ ঘন্টায় ৪৫টি নমুনার ফলাফল পাওয়া গেছে। এর মধ্যে দুইজনের নমুনায় করোনা পজিটিভ ও ৪৩টি নমুনার ফলাফল নেগেটিভ এসেছে। এ পর্যন্ত ৮৪৪টি নমুনা পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছে। এর মধ্যে ৭৭১টি নমুনার ফলাফল পাওয়া গেছে। যার মধ্যে ৩১জন করোনায় আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে হোম আইসোলেশনে আছে ২৩ জন, প্রাতিষ্ঠানিক আইসোলেশনে ১ জন, দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ১ জন, মারা গেছেন ১ জন ও সুস্থ হয়েছেন ৫ জন।
No comments
আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাতে কমেন্টস করুণ-