এমপির ইফতারসামগ্রী পেলেন তিন উপজেলার ২৩৫০ জন ইমাম-মুয়াজ্জিন- Nagor News 24
করোনাভাইরাসের সংক্রমণ ও পবিত্র রমজান উপলক্ষে দিনাজপুরের বিরামপুর, হাকিমপুর ও ঘোড়াঘাট এই তিন উপজেলায় ২৩৫০ জন ইমাম ও মুয়াজ্জিনের মাঝে ইফতারসামগ্রী বিতরণ করা হয়েছে। এ ছাড়াও (বিরামপুর, নবাবগঞ্জ, ঘোড়াঘাট ও হাকিমপুর) এই চার উপজেলার কর্মহীন শ্রমজীবী অসহায় ৫০০০০ মানুষের মাঝে বিভিন্ন খাবার সামগ্রী বিতরণ কার্যক্রম চলমান রয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরেও ঘোড়াঘাট উপজেলায় চত্বর মাঠে ৬৫০ জন ইমাম ও মুয়াজ্জিনের মাঝে এই ইফতারসামগ্রী বিতরণ করা হয়।
দিনাজপুর ৬ আসনের সাংসদ ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য শিবলী সাদিক নিজ তহবিল থেকে এসব ইফতারসামগ্রী বিতরণ করেন। ইফতারসামগ্রীর মধ্যে রয়েছে ১০ কেজি চাল, ১ কেজি তেল, ১ কেজি ছোলা ও লবণ, চিনি।
জানা গেছে, মঙ্গলবার দুপুরে বিরামপুর উপজেলায় ১২৫০ জন, বুধবার দুপুরে হাকিমপুর উপজেলায় ৪৫০ জন এবং বৃহস্পতিবার দুপুরে ঘোড়াঘাট উপজেলায় ৬৫০ জন ইমাম ও মুয়াজ্জিনের মাঝে ইফতারসামগ্রী বিতরণ করা হয়।
জানতে চাইলে শিবলী সাদিক এমপি বলেন, করোনা সংক্রমণ দিন দিন বাড়ছে। ফলে কর্মহীন হয়ে পড়ছে অনেক পেশার মানুষ। এর মধ্যে বাদ নেই মসজিদের ইমাম ও মুয়াজ্জিনগণ। এ কারণে করোনাভাইরাসের সংক্রমণের কারণে ইসলামী ফাউন্ডেশন বাংলাদেশ এর নির্দেশনামোতাবেক একটি মসজিদে পাঁচ ওয়াক্ত নামাজে পাঁচজন এবং তারাবির নামাজে ইমাম ও মুয়াজ্জিনসহ ১০ জন মুসল্লির বেশি উপস্থিতি হতে পারবেন না। এমন নির্দেশনায় ইমাম ও মুয়াজ্জিন সাহেবদের মধ্যে একটি হতাশা কাজ করছে। এমতাবস্থায় তাঁদের পাশে দাঁড়ানোই হবে মানবিকতা।
No comments
আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাতে কমেন্টস করুণ-