হজের জমানো টাকায় অসহায়দের পাশে ইবির প্রকৌশলী- Nagor News 24
পবিত্র হজব্রত পালনের জন্য দীর্ঘদিন ধরে টাকা জমাচ্ছিলেন কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী এবং সদর উপজেলার হাটশ হরিপুর ইউনিয়নের বাসিন্দা আলিমুজ্জামান টুটুল। সেই টাকা দিয়েই করোনাভাইরাসের কারণে বিপাকে পড়া অসহায় মানুষদের জন্য বিনামূল্যে ভ্রাম্যমাণ মুদি দোকান ও সবজি বাজার চালু করেছেন তিনি। এতে ব্যয় করছেন নিজের চাকরির প্রভিডেন্ট ফান্ডের টাকাও।
গত ১ মে, শুক্রবার থেকে চালু হয়েছে ইঞ্জিনিয়ার টুটুলের এই বিনামূল্যের ভ্রাম্যমাণ মুদি দোকান ও সবজি বাজার। এতে মিলছে চাল-ডাল-আটা, তেল-লবণ-সাবান, আলু-পেঁয়াজ-রসুন থেকে শুরু করে মিষ্টিকুমড়া, পুঁইশাক, মরিচ, বাঁধাকপি, করলাসহ নিত্য প্রয়োজনীয় সবকিছুই।
‘গ্রিন চাইল্ড‘ ও ‘গ্রিন আর্কিটেক্ট’ নামের প্রতিষ্ঠানের ব্যানারে অসহায় মানুষের হাতে ব্যাগভর্তি বাজার তুলে দিচ্ছেন প্রকৌশলী টুটুলসহ তার কর্মীবাহিনী। নিজ ইউনিয়নের মানুষের জন্য তার এই ব্যতিক্রমী ও মহতী উদ্যোগ ইতোমধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।
করোনার সংক্রমণের প্রভাবে কাজ বন্ধ হয়ে বেকার হয়ে পড়েন স্থানীয় মাঝি মিলন আলী। এই বাজার থেকে তিনিও পেয়েছেন খাদ্যসহায়তা। মিলন বলেন, ‘ব্যাগে করে ইঞ্জিনিয়ার সাহেব চাল, ডাল, তেল, আলু, পেঁয়াজ, রসুন, মিষ্টিকুমড়া, পুঁইশাক, মরিচসহ অনেক কিছুই দিল। কিন্তু কোনো টাকা নিল না।’
ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মিজানুর রহমান লালন বলেন, ‘করোনা সংক্রমণে সব কিছু স্থবির হয়ে পড়ায় মানুষকে বাধ্য হয়ে ঘরে অবস্থান করতে হচ্ছে। যার ফলে অনেকেই কর্মহীন হয়ে পড়েছেন।’
এ অবস্থায় প্রকৌশলী টুটুলের এই ফ্রি মুদি ও সবজি বাজার অসহায় মানুষের অনেক উপকারে আসবে বলেও মন্তব্য করেন তিনি।
প্রকৌশলী আলিমুজ্জামান টুটুল নিজের উদ্যোগ সম্পর্কে বলেন, ‘চারিদিকে নদীবেষ্টিত কুষ্টিয়া সদর উপজেলার হাটশ হরিপুর ইউনিয়নে লক্ষাধিক লোকের বসবাস। এখানকার অধিকাংশ মানুষই খেটে খাওয়া। চলমান করোনা পরিস্থিতির কারণে অনেক মানুষ কর্মহীন হয়ে পড়েছেন।’
তাই অসহায় দুস্থ এসব মানুষের জন্য এই ভ্রাম্যমাণ ফ্রি মুদি দোকান ও সবজি বাজার চালু করেছেন বলে জানান তিনি। দেশের পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ উদ্যোগ অব্যাহত রাখার আশা তার।
এর আগেও সামাজিক কল্যাণমূলক নানা কর্মকাণ্ডে জড়িয়ে আলিমুজ্জামান টুটুল এলাকাবাসীর প্রশংসা কুড়িয়েছেন।
No comments
আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাতে কমেন্টস করুণ-