আবারো করোনা নতুন করে হানা দিতে পারে , চীনের সতর্কতা- Nagor News 24
করোনাভাইরাসের তাণ্ডবে বিপর্যস্ত গোটা বিশ্ব। প্রতি মুহূর্তে নিত্যনতুন আক্রান্তের খবর আসছে। তালিকা বাড়ছে মৃতের। এরই মধ্যে আরও আতঙ্কের খবর দিল চীন।
দেশটির এক স্বাস্থ্য কর্মকর্তার মতে, নতুন করে করোনা ছড়িয়ে পড়তে পারে। ফলে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠার আশঙ্কা থাকছে।
ইতিমধ্যেই চীনে দ্বিতীয়বার হানা দিয়েছে করোনাভাইরাস। এমনই মনে করা হচ্ছে। চীনের যে প্রদেশগুলোতে করোনার প্রকোপ সেভাবে ছিল না, সেগুলোতেও রবিবার ১০ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি মিলেছে। সোমবার চীনের ন্যাশনাল হেলথ কমিশন জানিয়েছে, আরও তিনজনকে কোভিড পজেটিভ বলে আশঙ্কা করা হচ্ছে। এরা বাইরে থেকে এসেছিল।
রিপোর্ট বলছে সেদেশে এখন অ্যাসিম্পটোম্যাটিক ১৩জন। এদের মধ্যে দুজন বাইরে থেকে এসেছে। কিন্তু জ্বর, গলা ব্যথা, কাশির মতো কোনও লক্ষণই এদের নেই। ফলে উদ্বেগ বাড়ছে চীনের।
চীনের ন্যাশনাল হেলথ কমিশনের মুখপাত্র মি ফেং বলেন, ১০টি প্রদেশ থেকে নতুন করে করোনা আক্রান্তের খবর মিলেছে। গত ১৪ দিন ধরে সংক্রমণ আর কোথায় কোথায় ছড়িয়েছে, তা নিয়ে চিন্তা রয়েছে।
দেশটির জাতীয় সংবাদ সংস্থা সিনহুয়ার দাবি, নতুন করে করোনা ছড়াচ্ছে চীনে। বেজিংয়ে ইতিমধ্যেই বহু স্কুল কলেজ, ট্যুরিস্ট স্পট, দোকান খুলে গেছে। ফলে সমস্যা আরও বাড়তে পারে।
No comments
আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাতে কমেন্টস করুণ-