করোনা উপসর্গ নিয়ে পাঁচবিবিতে নারায়ণগঞ্জ থেকে আসা গার্মেন্টকর্মীর মৃত্যু- Nagor News 24
জয়পুরহাটের মোহাম্মদপুর ইউনিয়নের রাইগ্রামের মছির উদ্দিন (৬০) নামের এক ব্যক্তির করোনা উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে। মছির উদ্দিন ওই গ্রামের মৃত সিরাজ উদ্দিনের ছেলে।
পাঁচবিবি উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের চেয়ারম্যান হাবিবুর রহমান জানান, মছির উদ্দিন নারায়ণগঞ্জের একটি গার্মেন্টের কর্মী ছিলেন। তিনি বাড়ি আসার পর গত বুধবার স্থানীয়ভাবে প্রতিষ্ঠা করা একটি স্কুলে তাকে আলাদা রাখা হয়। সেখানে জ্বর, সর্দি ও শ্বাসকষ্টের উপসর্গ নিয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি মারা যান।
পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. শহীদ হোসেন বলেন, মৃত ব্যক্তি ও তার স্ত্রীসহ পাঁচজনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।
No comments
আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাতে কমেন্টস করুণ-