পুরুষদের বীর্যেও মিলেছে করোনাভাইরাস

সম্প্রতি করোনাভাইরাস আক্রান্ত পুরুষদের বীর্যে এ ভাইরাস উপস্থিত থাকার প্রমাণ পাওয়া গেছে। এছাড়া সুস্থ হয়ে ওঠার পরেও তা বীর্যে থাকতে পারে। এমন একটি ফলাফল ভাইরাসটির যৌন সংক্রমণের সম্ভাবনা বাড়িয়ে তুলেছে বলে চীনা গবেষকরা বৃহস্পতিবার বলেছেন।
শাংকিউ পৌর হাসপাতালের একটি দল জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে চীনে করোনার মহামারীর সময়ে সেখানে ভর্তি হওয়া ৩৮ জন পুরুষ রোগীর চিকিৎসা করেছিল। এসব রোগীদের বীর্যে প্রাপ্ত ফলাফলের প্রতিবেদন থেকে এ তথ্য পাওয়া গেছে।
ফলাফলে দেখা গেছে, এদের প্রায় ১৬ শতাংশ এর বীর্যে করোনাভাইরাস থাকার প্রমাণ পাওয়া গেছে। JAMA নেটওয়ার্ক ওপেন জার্নালে এ নিয়ে রিপোর্ট প্রকাশিত হয়েছে। তাদের মধ্যে প্রায় এক চতুর্থাংশ সংক্রমণের তীব্র পর্যায়ে ছিল এবং প্রায় ৯ শতাংশ সুস্থ হয়ে উঠেছিলো।
চীনা পিপলস লিবারেশন আর্মি জেনারেল হাসপাতালের ডায়ানগ লি এবং তার সহকর্মীরা বলছেন, ‘আমরা দেখলাম যে কোভিড-১৯ এর রোগীদের বীর্যে এ ভাইরাস উপস্থিত থাকতে পারে। শুধু তাই নয়; আক্রান্ত রোগীদের সুস্থ হয়ে উঠার সময়েও তাদের বীর্যে এ ভাইরাস শনাক্ত করা গেছে।’
তাদের পর্যবেক্ষণ বলছে, ‘এই ভাইরাসটি পুরুষ প্রজনন সিস্টেমে নতুন করে বংশ বৃদ্ধি করতে পারে না। এর কারণ হচ্ছে, সম্ভবত এটি পুরুষ প্রজনননতন্ত্রের সুবিধাপ্রাপ্ত রোগপ্রতিরোধ ক্ষমতার ফলে হয়ে থাকে।’
তবে এটা ঠিক যে, এ গবেষণা এটা প্রমাণ করে না যে এই ভাইরাস যৌনক্রিয়ার ফলে আক্রান্তের বীর্যের মাধ্যমে নতুন করে ছড়াতে পারে।

No comments

আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাতে কমেন্টস করুণ-

আইন-শৃঙ্খলার অবনতির কারণে বেড়ে গেছে ডাকাতি, ছিনতাই ও অপহরণের মতো গুরুতর অপরাধ

নিজস্ব প্রতিবেদক- গত ৫ আগস্ট স্বৈরাচারী সরকারের সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর দেশের বিভিন্ন অঞ্চলে দেখা দিয়েছে চুরি ডাকাতি ...

Powered by Blogger.