মক্কায় একদিনে সর্বোচ্চ করোনাভাইরাসে আক্রান্ত- Nagor News 24
সৌদি আরবে নভেল করোনাভাইরাসে আরো ১ হাজার ৭০৪ জন আক্রান্ত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় এসব আক্রান্তদের সর্বোচ্চসংখ্যক দেশটির পবিত্র নগরী মক্কায় শনাক্ত হয়েছেন। এ নিয়ে মধ্যপ্রাচ্যের খনিজ তেলসমৃদ্ধ এ দেশে করোনায় আক্রান্তের সংখ্যা ৩৭ হাজার ছাড়িয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় সেখানে আরো ১০ জনের মৃত্যু হওয়ায় মৃতের সংখ্যা বেড়ে ২৩৯ জনে দাঁড়িয়েছে।
করোনাভাইরাস বিষয়ক বুলেটিনে গতকাল ৯ মে, শনিবার সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, আগের ২৪ ঘণ্টায় সেখানে মোট এক হাজার ৭০৪ জনের শরীরে কোভিড-১৯ শনাক্ত হয়েছে। এদের মধ্যে মক্কায় সর্বোচ্চ ৪১৭ জন শনাক্ত হন। এছাড়া রাজধানী রিয়াদে ৩১৬ জন, জেদ্দায় ২৬৫ জন, মদিনায় ১১২ জন, দাম্মামে ১১১ জন রোগী শনাক্ত হয়।
ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত সৌদি আরবে মোট ৩৭ হাজার ১৩৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মোট মৃত্যুবরণ করেছেন ২৩৯ জন। বিপরীতে ১০ হাজার ১৪৪ জন সুস্থ হয়েছেন।
এছাড়া হাসপাতালে ও হোম কেয়ারে ২৬ হাজার ৭৫৩ জন চিকিৎসাধীন রয়েছেন, যাদের মধ্যে ১৪০ জন গুরুতর অবস্থায় রয়েছেন। এ পর্যন্ত দেশটিতে মোট ৪ লাখ ৩৩ হাজার ৫০০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।
আক্রান্ত ও মৃত্যু বাড়তে থাকার পরও মক্কা ও লকডাউন ঘোষিত এলাকাগুলো ছাড়া দেশের অন্যান্য স্থানে কারফিউ শিথিল করেছে সৌদি সরকার। এখন পর্যন্ত এসব এলাকা সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত কারফিউয়ের আওতামুক্ত থাকবে। সেইসাথে খোলা যাবে শপিং মল।
তবে জনসমাগমের ওপর নিষেধাজ্ঞা বলবৎ রয়েছে। নতুন নিষেধাজ্ঞা অনুযায়ী এক জায়গায় পাঁচজনের বেশি জড়ো হওয়া যাবে না।এ নিষেধাজ্ঞা অমান্য করলে বিভিন্ন ক্যাটাগরিতে জরিমানার শিকার হতে হবে।
No comments
আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাতে কমেন্টস করুণ-