ভুয়া টিপসইয়ে চাল আত্মসাতের প্রমাণ ডিলারের বিরুদ্ধে- Nagor News 24
হবিগঞ্জে ভুয়া টিপসই দিয়ে ১০ টাকা কেজি দরের চাল আত্মসাতের অভিযোগ প্রমাণিত হয়েছে ডিলারের বিরুদ্ধে। নবীগঞ্জ উপজেলায় এই ঘটনা ঘটে। বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশ পেলে এলাকায় সমালোচনা শুরু হয়েছে। এরপর অভিযোগের ভিত্তিতে তদন্তে করে উপজেলা প্রশাসন।
প্রাথমিক ভাবে তদন্তে ডিলার লিটন চন্দ্র দেব’র বিরুদ্ধে অনিয়মের সত্যতা পেয়েছে প্রশাসন। ৭ মে, বৃহস্পতিবার বিকেলে সরেজমিনে শতক বাজারে অভিযুক্ত ডিলারের গুদামঘর পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত কুমার পাল। এ সয়ম আরো উপস্থিত ছিলেন খাদ্য কর্মকর্তা গৌরাপদ ও প্রকল্প কর্মকর্তা সাকিল আহমেদ। এ সময় তারা ১০ টাকা কেজি দরে চালের সুবিধাভোগীদের সঙ্গেও আলাপ করেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত কুমার পালন বলেন, ‘ডিলারের বিরুদ্ধে যে অভিযোগ সেটা তদন্ত করা হচ্ছে, তবে তদন্তে কিছু অনিয়ম পাচ্ছি সে অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হবে।’
এর আগে গত এপ্রিলের শেষের দিকে চাল আনতে গেলে টিপসই নিয়ে মার্চ মাসের পরিবর্তে ওই মাসের চাল দেয়া হয়। এরপর ডিলার লিটন চন্দ্র দেব নিজেই ভুয়া টিপসই দিয়ে মার্চ মাসের চাল আত্মসাত করে বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে অভিযোগ করেন। ৬ মে এই অভিযোগ করেন সুবিধাভোগীরা। এ ঘটনায় ‘নবীগঞ্জে ১০ টাকা কেজি দরের চাল ভুয়া টিপসই দিয়ে আত্মসাত’’ শিরোনামে সংবাদ প্রকাশ হয়।
No comments
আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাতে কমেন্টস করুণ-