দিনাজপুরের হাকিমপুরে আরো ১ জন করোনায় আক্রান্ত
নিজস্ব প্রতিনিধিঃ দিনাজপুরের হাকিমপুর (হিলি) উপজেলার নওপাড়া গ্রামে নতুন করে আরও একজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে উপজেলাটিতে মোট আক্রান্ত হলেন দুইজন।
হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার আব্দুর রাফিউল আলম জানান, করোনাভাইরাস আক্রান্ত ব্যক্তি (৩২) নারায়ণগঞ্জ থেকে এসেছেন। আমি সন্ধ্যায় খবর পেয়ে সেখানে যাই এবং আক্রান্ত ব্যক্তির বাড়িসহ মোট ৪টি বাড়ি লকডাউন ঘোষণা করেছি।
তিনি আরও জানান, আগের করোনায় আক্রান্ত ব্যক্তির বাড়িতে আমরা পুষ্টি জাতীয় খাবার পাঠিয়েছি এবং নতুন করে যে ব্যক্তি আক্রান্ত হয়েছে তাকেও আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে খাবারসহ সব ধরনের সহযোগিতা করবো। ইতিমধ্যে আমরা তার বাড়িতে আজকে খাবার পৌঁছে দিয়েছি।
সিভিল সার্জন আব্দুল কুদ্দুস জানান, আজ আক্রান্ত ব্যক্তিসহ দিনাজপুর জেলায় মোট ১৭ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
No comments
আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাতে কমেন্টস করুণ-